সরকারি সংস্থায় বিপুল ডাটা এন্ট্রি নিয়োগ চলছে , মাসিক বেতন ২৯,২০০ টাকা
1. মাসিক বেতনসূচি
এখানে চাকরিজীবীদের প্রতিমাসে বেতন দেওয়া হবে ২৯,২০০/- টাকা থেকে ৯২,৩০০/- টাকা।
2. যোগ্যতার মাপকাঠি
শিক্ষাগত যোগ্যতা: জাতীয় তদন্তকারী সংস্থার DEO পদে আবেদন করার জন্য আবেদনকারীদেরকে যেকোনো সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি কমপ্লিট করতে হবে।
3 . বয়সসীমা
জাতীয় তদন্তকারী সংস্থার DEO পদে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে।
4. আবেদন পদ্ধতি
আবেদনকারীরা NIA এর ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে।
তাহলে
আবেদনকারীরা প্রথমে জাতীয় তদন্তকারী সংস্থার অফিসিয়াল পোর্টালে (nia.gov.in) ভিজিট করবেন এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি অথবা আবেদন পত্রটি সংগ্রহ করবেন
। তারপর আবেদন পত্রে আবেদনকারীর প্রয়োজনীয় তথ্যসমূহ দিয়ে ফিলাপ করবেন। তারপর একটি মুখবন্ধ খামে আবেদনকারীর প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স গুলো ও আবেদন পত্রটি ভরে নিবেন।
তারপর SP (Admin), NIA HQ, Opposite CGO Complex, Lodhi Road, New Delhi-110003 ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিবেন।
আবেদন তারিখ: আবেদন প্রক্রিয়াটি অফলাইনের মাধ্যমে ০৯/১২/২০২৪ তারিখ থেকে ০৭/০২/২০২৪ তারিখ অব্দি চলবে।
Official website - nia.gov.in

একটি মন্তব্য পোস্ট করুন