Kolkata Metro Railway Recruitment 2025

Top News

Kolkata Metro Railway Recruitment 2025

       



কলকাতা মেট্রোরেলে কর্মী নিয়োগ, বয়স ১৮                   থেকে সর্বোচ্চ ৩০।


              



 চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর। কলকাতা মেট্রোরেলে তরফ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা অফলাইনে এর মাধ্যমে আবেদন যোগ্য। 


  •  আবেদন পদ্ধতি কি হবে ?

  •  বয়স সীমা কি থাকছে ?

  •  মাসিক বেতন কত হবে?        

   

      1.  নিয়োগ সংস্থা 

    কলকাতা মেট্রোরেল       


       2.   পদের নাম

     গ্রুপ সি মোট শূন্যপদ

       

      3. নিচে উল্লেখিত
     

 আবেদন মাধ্যম অফলাইন
  আবেদনের শেষ তারিখ -  30/1/2025


    4.  বয়স সীমা ও বেতন :

        উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা 18 থেকে সর্বোচ্চ 30 মধ্যে হতে হবে। এখানে প্রার্থীদের বয়স 01/01/2025 তারিখ অনুসারে হিসাব করা হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায় বয়সে ছাড় এখানে পাওয়া যাবে। বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।



      সংস্থার বিজ্ঞপ্তিতে বেতন সম্বন্ধে সেরকম কোন তথ্য উল্লেখ নেই তবু আপনারা নিজে থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে নিজের দায়িত্বে আবেদন করবেন। 


       উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 50% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাস করতে হবে অথবা স্বীকৃত কোন বিদ্যালয় থেকে 50% নাম্বার সহ মাধ্যমিক পাস এবং আইটিআই / ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। 

Main Sites :

www.mtp.indianrailways.gov.in



পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।



5. আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস :

1. আবেদনকারীর বয়সের প্রমাণপত্র।
2. আবেদনকারীর আইডেন্টি প্রুফ হিসাবে (পাসপোর্ট/ভোটার আইডি কার্ড/আধার কার্ড/রেশন কার্ড, ইত্যাদি)।
3. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
4. আবেদনকারীর ফটোকপি।



        6. নিয়োগ প্রক্রিয়া :

(Kolkata Metro Railway Recruitment 2025)

এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

    

  7.  কিভাবে আবেদন করতে হবে? 


যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি (Kolkata Metro Railway Recruitment 2025) গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার


 অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।

বিজ্ঞপ্তি প্রকাশিত - 30/12/2024

আবেদনের শেষ তারিখ - 30/1/2025








Post a Comment

নবীনতর পূর্বতন